প্রায় চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে না মাশরাফী বিন মোর্ত্তজার। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। বিপিএল, ডিপিএলের মতো টুর্নামেন্টগুলোতে পারফর্মও করে যাচ্ছেন সেভাবে। তবে এবার পায়ের চোটে বিপিএলের শুরু থেকেই অস্বস্তিবোধ করছেন ডানহাতি এই পেসার। তার চোট নিয়ে খেলার কারণে নানা দিক হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে। সে কারণেই মাশরাফী ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও আছে সংশয়।
কবে নাগাদ সব ধরনের ক্রিকেট ছাড়ছেন তিনি, সেটা এখনই পরিষ্কার করেননি ৪১ বছর বয়সী এই পেসার। জানিয়ছে, পা ভালো থাকলে আগামী বিপিএলেও খেলতে পারেন তিনি। সিলেটে বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার পা যদি ঠিক থাকে, হতে পারে (খেলা চালিয়ে যাওয়া)। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…লাস্ট ইয়ারের মতো খেলতে পারতাম, তাহলে চিন্তা থাকত না। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করবো পরে।
নিজের খেলার প্রতি নিবেদনের প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি তো বলেছিলাম আমি ক্রিকেট খেলব। আমি আমার ক্রিকেট উপভোগ করছি। এখন লাস্ট ইয়ার পর্যন্ত আমার পায়ে কোনরকম সমস্যা হয়নি। এই বছরে হঠাৎ চার মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে।’
আরো পড়ুনঃ