আশরাফুলের সমালোচনার জবাবে কি বললেন মাশরাফি

মাশরাফি

ডেভ হোয়াটমোর যখন বাংলাদেশের কোচ ছিলেন তখন তার দুইজন প্রিয় শিষ্য ছিল মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজা। ভক্তরা ভালবেসে তাদের আশরাফুল – মাশরাফুল বা আশরাফি-মাশরাফি বলেই ডাকতো। বিতর্কিত হয়ে আশরাফুল যখন নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি তখন আশরাফুলকে মানসিকভাবে অনেক সমর্থন দিয়েছলেন।

কালের পরিক্রমায় আশরাফুলের আশার ফুল অসময়ে ঝরে গেলেও দেশের ইতিহাসের সেরা অধিনায়ক এখন মাশরাফি। সম্প্রতি ফিটনেসের ঘাটতি নিয়ে মাশরাফির বিপিএল খেলার সমালোচনা করেন আশরাফুল। তিনি বলেন, বিপিএল সারা পৃথিবীর মানুষ দেখছে সেখানে মাশরাফি যে ফিটনেস নিয়ে খেলছেন তা এই টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরো বলেন, মালিক পক্ষ চাচ্ছেন যেখাবেই হোক মাশরাফিকে মাঠে থাকার জন্য। আমি জানিনা খেলার আগে মাশরাফি ঠিক মত বোলিং প্রাকটিস করতে পেরেছে কিনা। তার জায়গায় রেজাউর রহমান রেজা খেললে সে হয়ত ভাল পারফর্ম করে সামনে বিশ্বকাপ আসছে, ওটার জন্য তৈরি হতে পারতো। এটার মাধ্যমে দেশ ও উপকৃত হত।

এমন কথার রেশ ধরে খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, আসলে এটা মালিক পক্ষের বিষয়। তবে আমার কাছে মনে হয় এই অবস্থা (মাশরাফির এই ফিটনেস নিয়ে খেলা) খেলার জন্য আদর্শ না। তবে আমি না খেললে কে খেলতো এটা মালিক পক্ষ জানে।

উল্লেখ্য, মাশরাফি সর্বশেষ ক্রিকেট খেলেছিলেন প্রায় বছর খানেক আগে ঢাকা লীগে। চল্লিশ পেরুনো এই ক্রিকেটার নিজের নির্বাচনী ব্যস্ততার কারনে প্র‍্যাকটিস করতে পারেন নি। সম্প্রতি হাটুর ব্যাথাও অনেকটাই বেড়েছে তার। মাশরাফির ছোট ভাই মোরসালিন সম্প্রতি ফেসবুক স্টাটাসে জানান, মাশরাফি নির্বাচন শেষে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top