ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা—তিন প্রতিপক্ষের সামনে সমানে সমান ছিলেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। ২০২৩ সালটা দারুণভাবে কেটেছে তার। ঘরের মাঠে ভারতের সঙ্গে সিরিজ ড্র, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। কিংবা দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে জয়েও ছিল তার অবদান।
দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। মারুফা ছাড়াও তালিকায় আছেন আরও তিন নারী ক্রিকেটার। তারা হলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।
চারজন থেকে নির্বাচিত হবেন একজন। গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হবেন তিনি। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকরাও দিতে পারবেন ভোট।