ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসেল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এডারসনকে হারানোর পরও ম্যাচের শুরু থেকে অসাধারণ খেলছিল ম্যানসিটি। কিন্তু দুর্দান্তভাবে ফিরে আসে ম্যাগফাই খ্যাত নিউ ক্যাসেল। মাত্র ৩৭ মিনিটে ২-১ এগিয়ে যায় তারা। ম্যানসিটি বস পেপ তখন হয়ত পয়েন্ট হারানোর ভয়েই ছিলেন।
দ্বিতীয় অর্ধেকে মাঠে নামেন সদ্য ইঞ্জুরি থেকে ফেরা ডি ব্রুইন। তিনি নিজেও গোল করেন বব এর গোলের এসিস্ট করেন। ম্যাচে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
টানা চার হারে পয়েন্ট টেবিলে দশ নাম্বারে নেমে গেল নিউক্যাসেল। অপরদিকে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। যথারীতি লিভারপুল প্রথম স্থানেই আছে।
টি-টুয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড