আগের বছরটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো পারফর্ম করেছিলেন লিটন দাস। কিন্তু এবার ব্যাট হাতে কেন যেন নিজেকে মেলে ধরতে পারেননি ডানহাতি এই ব্যাটার। একই সঙ্গে বিব্রতকর রেকর্ডকে সঙ্গী করে বছর শেষ করতে যাচ্ছেন তিনি।
এ বছরে ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে সর্বোচ্চ ডাক মারা ক্রিকেটার লিটন। ২০২৩ সালে ৪ জন ব্যাটার পাঁচবার ব্যাট হাতে শূন্য রানে আউট হয়েছেন। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র লিটনই আছেন সে তালিকায় সবার ওপরে।
এ ছাড়াও আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুই আর নেপালের একজন ক্রিকেটার লজ্জার এই রেকর্ড গড়েছেন। ওয়ানডেতে ব্যাট হাতে ২০২৩ সালটা তাই ভুলে যেতেই চাইবেন লিটন।
আগের বছরটা স্বপ্নের মতো কাটানো লিটন এই বছরে এসে যেন মুখথুবড়ে পড়েছেন। ২০২২ সালে ৫২ গড়ে রান করা লিটন এ বছর ২৮ ইনিংসে ২৬ গড়ে করেছেন মাত্র ৬৫১ রান। টানা ৩ বছর সেঞ্চুরি হাঁকানো লিটন এবার তিন অঙ্ক ছুঁতে পারেননি একবারও।