হঠাৎ টেস্ট ক্রিকেট ঘিরে ক্লাসেনের কঠিন সিদ্ধান্ত

ডিন এলগার আগেই টেস্ট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। হেনরিখ ক্লাসেন হঠাৎ টেস্টকে বিদায় জানালেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৪ টেস্ট খেলা ক্লাসেন অভিমান থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে।

ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন ক্লাসেন। প্রথম একাদশে সুযোগ পাননি। সে কারণেই এমন সিদ্ধান্ত জানিয়ে ক্লাসেন বলেন, ‘এই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক রাত জেগে কাটিয়েছি। ভেবেছি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কারণ, ক্রিকেটের এই ফরম্যাটকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’ 

তিনি আরও বলেন, ‘মাঠের ভেতরে ও বাইরে যে লড়াই করেছি সেটা আমাকে ক্রিকেটার হিসেবে তৈরি করেছে। নিজের দেশের হয়ে খেলার চেয়ে বড় সম্মান আর নেই। টেস্ট ক্যাপ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ারে পাশে থাকার জন্য সতীর্থ ও কোচিং দলকে ধন্যবাদ জানাই।’

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডেথ গ্রুপে’ বাংলাদেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top