তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত: সুজন

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছে বিসিবির তৈরি বিশেষ তদন্ত কমিটি। ইতিমধ্যে বিসিবি সভাপতিকেও রিপোর্ট জমা দিয়েছে সেই কমিটি। তবে এখনো তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। বিশ্বকাপজুড়ে দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত। 

তার মতে, প্রতিবেদন প্রকাশ পেলে সমস্যাগুলো খুঁজে তার সমাধান করাও সম্ভব। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই বলেছেন তিনি।  সুজন বলেছেন, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোথা থেকে খবরটা এসেছে জানি না। এমন কিছু (হাথুরুর কারণে তামিমের না থাকা) হলে বিসিবি নিশ্চয়ই দেবে।’

২৯ নভেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে বসেছিল তদন্ত কমিটি। গত ১২ ফেব্রুয়ারি বিসিবির বোর্ড সভায় সে রিপোর্ট জমা দিয়েছিলেন তারা। বিষয়গুলোর সমাধানের জন্য হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত জানিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি না, এটা প্রকাশ হবে কি, হবে না। যারা তদন্ত করেছেন, তারা সেটি দিয়েছেন প্রেসিডেন্ট স্যারকে (পাপন)। উনি যদি মনে করেন এটা প্রকাশ করা দরকার, তখনই বোঝা যাবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। তবে আমার মনে হয়, প্রতিবেদনে এসেছে, সেটা প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো।’

দুদিন পিছিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট

জামালের টাকা মেরে দিয়েছে আর্জেন্টিনার ক্লাব!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top