ক্লাব বিশ্বকাপে বেনজেমার রেকর্ড

প্রথম ফুটবলার হিসেবে ক্লাব বিশ্বকাপের চার আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন করিম বেনজেমা। দারুণ এ অর্জনের জন্য ফরাসি ফুটবলারকে অভিনন্দন জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ইনস্টাগ্রামে বেনজেমাকে মেডেল পরিয়ে দেওয়ার এক ছবি পোস্ট করে বিশ্বফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান লিখেছেন, ‘প্রথম ফুটবলার হিসেবে চারটি ক্লাব বিশ্বকাপের গোল করার জন্য অভিনন্দন করিম বেনজেমা। দারুণ এক ফুটবলারের অসাধারণ অর্জন। এ আসরের জন্য শুভকামনা।’

মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় করিম বেনজেমার দল আল-ইত্তিহাদ। ২৯ থেকে ৪০—এই ১১ মিনিটের ঝড়ে উড়ে গেছে অকল্যান্ড। ব্রাজিলের রোমারিনহো প্রথম গোল করেন, ৩৪ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার এনগলো কন্তে। শেষ গোলটি করেছেন করিম বেনজেমা।

বর্ষীয়ান ফরাসি ফরোয়ার্ড এ নিয়ে ষষ্ঠ ক্লাব বিশ্বকাপ খেলছেন। আগের পাঁচ আসর খেলেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। ২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২২ সালে রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেছেন।

ক্রীড়াজগতে অসাধারণ অবদানের স্বীকৃতি পেলেন ইউনূস

ম্যাচ শুরুর আগেই খাজা-আইসিসি যুদ্ধ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top