তবে কি আর ফেরা হচ্ছে না তামিমের?

ওডিআই সুপার লীগে বাংলাদেশ লিস্টে ৩ নাম্বারে থেকে শেষ করেছিল ক্যাপ্টেন তামিম ইকবার এর নেতৃত্বে। সাউথ আফ্রিকাকে হারানো, ঘরের মাঠে ভারতকে সিরিজ হারানো সহ অসাধারন কিছু জয় এনে দিয়েছিলেন ক্যাপ্টেন খান। তখন থেকেই রি দেশের লাখো ক্রিকেট ভক্তের বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখা শুরু। ক্যাপ্টেন নিজেও স্বপ্ন দেখাতেন কমপক্ষে সেমি ফাইনাল খেলবে বাংলাদেশ। সেই স্বপ্ন এবং প্রস্তুতিতে এগুচ্ছিল ক্রিকেট।

হঠাৎ এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এই স্বপ্নের সাজানো সংসার। কোচের সাথে দ্বন্ধে হঠাৎই ক্রিকেট ছাড়েন ক্যাপ্টেন খান। সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। যদিও তখন মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেবার অবসর থেকে ফিরেন তিনি। অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেও অদ্ভুত এক ফোন কলে আটকে গেছে তামিম ইকবালের ক্রিকেটের পথচলা। যার ফলে বাদ পড়েন বিশ্বকাপ থেকে।

বিশ্বকাপে দলের পারফরম্যান্স এর কারনে ভক্তদের আফসোস আরো বেড়ে যায়। সামাজিক মাধ্যমে ঝড় উঠে তামিমকে বাদ দেওয়ায় কোচ, ক্যাপ্টেন সহ সংশ্লিষ্ট সবার কড়া সমালোচনা করতে থাকেন ক্রিকেট দর্শক মহল। তবে সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন ““আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না; বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না, সামনে খেলব কি খেলব না। যদি খেলি তাহলে মাঠে দেখবেন। দোয়া করবেন আমার জন্যে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top