মেসির মায়ামির দুঃখ প্রকাশ

হংকংয়ে লিওনেল মেসি খেলবেন—এমন সংবাদেই প্রচুর টিকিট বিক্রি করেছিল আয়োজকরা। ম্যাচের আগে ওয়ার্মআপও করেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু শেষ পর্যন্ত মাঠে তার না খেলা হতাশ করেছে আগত দর্শক-সমর্থকদের। এতে ক্ষোভে ফেটে উঠে হংকংয়ের ফুটবলপ্রেমীরা। ইন্টার মিয়ামির কাছ থেকে এমনটা আশা করেছি খোদ হংকং সরকারও। তবে পুরো ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাবটি। রয়টার্স পাঠানো এক বিবৃতিতে মেসি ও লুইস সুয়ারেজকে না খেলার ব্যাখ্যাও দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসি ও সুয়ারেজের রোববারের ম্যাচে অনুপস্থিত থাকা ঘিরে যে হতাশা সৃষ্টি হয়েছে, আমরা তা বুঝতে পারছি। আমাদের প্রচণ্ড ইচ্ছে থাকা স্বত্ত্বেও দুই খেলোয়াড়কে খেলাতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি।’ হংকং সফরের আগে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে খেলেছিল মিয়ামি। ওই ম্যাচে হ্যামিট্রিং চোটে পড়েন তিনি। তারপরও মেসি-সুয়ারেজকে হংকংয়ে খেলানোর ভাবনা ছিল বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 

যদিও হংকংয়ের ক্রীড়ামন্ত্রী কেভিন ইয়েউং জানিয়েছেন, চুক্তি অনুযায়ী মেসি অন্তত ৪৫ মিনিট খেলবে বলেছিল মিয়ামি। কিন্তু সেটা না হওয়াতে সরকারের পক্ষ থেকে দেওয়া অনুদানের একটি অংশ কেটে রাখাও হতে পারে বলে নিশ্চিত করেছে রয়টার্স। তবে হংকংয়ে না খেললেও তিনদিন পরই জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ঠিকই খেলেছেন মেসি, যেটা আরও বেশি হতাশ করেছে হংকংয়ের সমর্থকদের। তবে মিয়ামি বলেছে, ভবিষ্যতে হংকং চাইলে দেশটিতে আরও ম্যাচ খেলবে তারা।

কুমিল্লাকে জিতিয়ে ফিরে যাচ্ছেন রিজওয়ানরা

ইনজুরি নিয়েও ব্যাটিং করবেন রুট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top