চোটের স্থানে অস্ত্রোপচার লাগতে পারে

তাসকিন আহমেদ

তাসকিন কাঁধের চোটে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরবেন তিনি। যদিও চোট পুরোপুরিভাবে সেরে ওঠেনি। ভবিষ্যতে এমন হলে অস্ত্রোপচার লাগতে পারে বলে জানিয়েছেন তাসকিন।

চোটের আপডেট জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘কাঁধে চোট প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, প্রায় দুই বছর আগে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপ এই ব্যথা নিয়েই খেলেছি। হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গিয়েছিল। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়।’

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের কথা জানিয়ে এ পেসার বলেন, ‘আমাকে যখন ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, ডাক্তার বলেছিল, ঠিক হবে কি না এর কোনো গ্যারান্টি নেই। সময়ও লাগবে বছরখানেক। সে আরেকটা বিকল্প দিয়েছিল, পুনর্বাসন। পরে দেড় মাসের পুনর্বাসন শেষে আল্লাহর রহমতে এখন পর্যন্ত খেললাম। এখন একটু ব্যথাটা বেড়ে গেছে।’ তবে এভাবেও পুরোপুরি সেরে না উঠলে লাগবে অস্ত্রোপচার। তাসকিন বলেন, ‘বিশ্বকাপের পর কাঁধবিশেষজ্ঞ দেখিয়ে আবার পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা হয়তো বোর্ড করবে। অস্ত্রোপচার শেষ অপশন। আমিও চাই ম্যানেজ করে যত দূর খেলা যায়। ব্যথাটা বেড়ে গেলে শতভাগ দিতে কষ্ট হয়। তবে ফাস্ট বোলারদের সবারই ছোটখাটো চোট থাকে। দোয়া করবেন, যেন কাঁধ পুরোপুরি ঠিক হয়ে যায়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top