তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। টসে জিতে প্রথমে বোলিং নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গুলবাদিন নায়িবের ঝড়ো ব্যাটিয়ের সুবাদে ২০ ওভারে ১০ উইকেটে ১৭২ রান করে সফরকারী আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন গুলবাদিন নায়িব। এছাড়া নাজবুল্লাহ জাদরান করেন ২৩ রান এবং করিম জান্নাতের ঝরো ১০ বলে ২০ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আর্শদীপ সিং। এছাড়া রবি বিষ্ণু ও আক্সার প্যাটেল নেন দুইটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ভারত শুরুতেই বিপদে পড়ে ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে। এই ওপেনারকে মাত্র ১০ রানে হারায় স্বাগতিক বাহিনী। এরপর বিরাট কোহলি ও জশোয়াল দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় তারা। ৫৭ রানের জুটি ভাঙে বিরাট কোহলি আউট হলে। এরপর শুবাম ডুবে এবং জশয়াল দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। জশোয়াল ৬৮ রানে আউট হলেও ৬৩ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডুবে।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আক্সার প্যাটেল। ।