দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে মাত্র ১০৭ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল সিরিজের দ্বিতীয় টেস্ট। দাপুটে বোলিংয়ে ৭ উইকেটে জিতে সিরিজ ড্র করল ভারত। বলের হিসেবে যে ম্যাচগুলোর ফল এসেছে, তার মধ্যে ইতিহাসের সবচেয়ে ছোট টেস্ট এখন এটি। এতে ভেঙেছে ৯২ বছরের পুরোনো রেকর্ড।
১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৭২ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটি হয়েছিল ৬৫৬ বলের। কেপ টাউন টেস্টের প্রথম দিনে ২৩ উইকেটের পর আজ দ্বিতীয় দিনও ব্যাটারদের জন্য খুব সহজ ছিল না।
দক্ষিণ আফ্রিকার দশ ব্যাটারই ১২ রানের বেশি করতে পারেনি। তবে ১০৩ রানের এক অসাধারণ ইনিংস খেলেছেন এইডেন মার্করাম। আর তাতে দক্ষিণ আফ্রিকা লিড পায় ৭৯। পরে সফরকারীরা মাত্র ১২ ওভারেই পেরিয়ে যায় সহজ লক্ষ্য, যদিও এতেও পড়ে যায় ৩ উইকেট।