বিপিএল ২০২৩ এর কাগজে কলমে তুলনামুলক একটা কম শক্তির দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে খেলেছিলেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। তখন বলা হয়েছিল এটা ক্যাপ্টেন মাশরাফির ম্যাজিক। এবারের আসরেও ভক্তদের স্বপ্ন ছিল আকাশচুম্বি। তাইতো অনেকটা কষ্ট করেই ইঞ্জরি নিয়েই দলে খেলে যাচ্ছেন মাশরাফি। টানা তিন ম্যাচ ও খেলে ফেললেন মাশরাফির দল। কিন্তু এখনো পায় নি কাঙ্খিত কোন জয়। টানা হেরেছেন নিজেদের তৃতীয় ম্যাচ।
আজ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। নিজেদের হোমগ্রাউন্ড খ্যাত সিলেটে শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হয় দুইদল। টসে জিতে কুমিল্লাকে ব্যাটিং এ পাঠায় সিলেট ক্যাপ্টেন। শুরু থেকেই কুমিল্লাকে চাপে রাখে সিলেট। প্রথম ওভারেই মাত্র ৮ রানে অধিনায়ক লিটন দাসকে হারায় কুমিল্লা। এরপর মোটামুটি নিয়মিত বিরতিতেই উইকেট হারায় কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরুল কায়েস। এছাড়া জাকের আলি করেন ২৯ রান, খুশদিল শাহ করেন ২১ রান। ইনিংসে কুমিল্লা ২০ ওভারে করে ১৩০ রান ৮ উইকেটে। সিলেটের পক্ষে সামিত প্যাটেল ৪ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট। এছাড়া নাগারাভা নেন ২ উইকেট।
নিজেদের মাঠে ১৩১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। একমাত্র জাকির হাসান ছাড়া দাড়াতে পারেন নি কোন ব্যাটার। জাকির ৩৪ বলে ৪১ রান করে যখন আউট হন তখন খেলায় হারাটা তাদের অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্ছ ১৪ রান করেন রায়ান বার্ল। জাকির আউট হন ৭০ রানে, তিনি আউট হওয়ার পর তার দল অলআউট হয়ে যায় ৭৮ রানে। কুমিল্লার পক্ষে আলিস ইসলাম নেন ১৭ রানে ৪ উইকেট। এছাড়া রোস্টন চেজ নেন ২ উইকেট। যার ফলে কুমিল্লা জয় পায় ৫২ রানে।
সিলেট দলকে একাই ধ্বস নামিয়ে দেওয়া আলিস ইসলাম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।