সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি তে কলোম্বোর মাঠে টসে জিতে বোলিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ২৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের বোলাররা প্রমান দেন তাদের অধিনায়কের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে এরপরই ঘটে আসল বিপত্তি। এঞ্জেলো ম্যাথুস এবং চারিথ আলাসাঙ্কার শত রাতের জুটিতে শুরু ধাক্কাটা সামলে উঠে লঙ্কানরা। আলাসাঙ্কা ৩৯ বলে ৬৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে আউট হন লুক জঙী’র বলে। ম্যাথুজ অপরাজিত থাকেন ৬৬ রানে। এই জুটির উপর নির্ভর করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান করে। জিম্বাবুয়ের পক্ষে দুইটি করে উইকেট নেন মুজাবারানি ও লুক জঙ্গি।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে শুরুতেই ভাল খেলতে থাকে। ৯২ রানে ব্রায়ান ব্যানেট আউট হওয়ার আগে জয়ের পথ অনেকটাই সহজ করে দেন। ক্রেইগ এভরিন করেন ৭০ রান। তবে খেলার সব উত্তেজনা জমে থাকে শেষ ওভারের জন্য। শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। মাঠে স্বীকৃত ব্যাটার ছিল না কেউই। এঞ্জেলো ম্যাথুজ বোলিং এ আসেন শেষ ওভার করার জন্য। তবে এদিন কাজে লাগে নি তার বোলিং অভিজ্ঞতা। দুই ছয়ের মাধ্যমে শেষ ওভারে জয় তুলে দেন লুক জঙ্গি। অসাধারন ব্যাটিং এবং বোলিং এর জন্য ম্যান অফ দ্যা নির্বাচিত হন লুক জঙ্গি।
এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনে জিম্বাবুয়ে।