ভারত চ্যাম্পিয়ন হলে ‘নগ্ন’ হয়ে সমুদ্র সৈকতে দৌড়াবেন, এমনই এক ঘোষণা দিয়েছেন ভারতীয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ‘তেলেগু’ অভিনেত্রী রেখা বজ। দুইদিন আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুক একাউন্টে এমনই ঘোষণা দিয়েছেন তিনি। রেখা লিখেছেন, ‘ভারত বিশ্বকাপ জিতলে আমি পাতলা কাপড় পরে ভিজাগ বিচে ঘুরে বেড়াবো।’
এই পোস্টের মাধ্যমে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী নেটিজেনদের মাঝে সাড়া ফেলে দিয়েছেন। অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মূলত ভারতকে সমর্থন দিতেই এমন পোস্ট দিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে ভারত যেবার মাহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল সেবারও এমন ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন ভারতীয় অভিনেত্রী ‘পুনম পান্ডে’।