আইসিসির অক্টোবর মাসে সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের নাহিদা আক্তার। সেরার দৌড়ে এ স্পিনারের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথুজ ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।
নাহিদার ধারাবাহিক নৈপুণ্য অব্যাহত ছিল পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সিরিজে এ স্পিনার নিয়েছেন ৮ উইকেট। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন ম্যাথুজ। তিন ম্যাচ সিরিজে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৩১০ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩ উইকেটও। অ্যামিলিয়া কার দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলো ছড়ান। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হার না মানা সেঞ্চুরির পর বল হাতে নেন ২ উইকেট।
এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ৭০ ও ৬১ রানের দুটি ঝকঝকে ইনিংসও খেলেন তিনি। ছেলেদের অক্টোবরের মাসের সেরার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ভারতীয় অলরাউন্ডার জসপ্রিত বুমরাহ। অক্টোবরে তিন সেঞ্চুরিতে ডি ককের সংগ্রহ ছিল ৪৩২ রান। রাচিন রবীন্দ্র ব্যাটিংয়ে ৮১.২০ গড়ে সংগ্রহ করেন ৪০৬ রান। জসপ্রিত বুমরাহ অক্টোবরে ১৪ উইকেট শিকার করেছেন।
আরো পড়ুনঃ