পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রাউন্ড রবিন লিগের ম্যাচে প্রযুক্তির ভুলে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায় ইসলামাবাদ ইউনাইটেড। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হক-আইয়ের ভুলের স্বীকার হয়েছে শাদাব খানের দল। ঘটনাটির পর ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে হক-আই। তবে কী কারণে এত বড় ভুল হলো, সেটা আর ব্যাখ্যা করেনি তারা।
আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ১৩৯ রানের চ্যালেঞ্জ দেয় ইসলামাবাদ। রান তাড়ায় ১১তম ওভারে ঘটে প্রযুক্তির ভুল। ১৩ রানে অপরাজিত কোয়েটার অধিনায়ক রাইলি রুশো সুইপ করতে গেলে বল তার প্যাডে লাগে। এতে আবেদন তুললে আউটের সিদ্ধান্ত জানান ফিল্ড আম্পায়ার আলিম দার। যদিও তাৎক্ষণিকভাবে রিভিউ নেন রুশো।
হক-আই বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল পিচিং, ইমপ্যাক্ট ও হিটিং—সবই অফ স্টাম্পের বাইরে। ফিল্ডারদের মতো অবাক হয়ে যান ফিল্ড আম্পায়ারও। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৪ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রুশো। ম্যাচের পর প্রযুক্তির সমালোচনা করেন ইসলামাবাদের অধিনায়ক শাদাব। তার অভিযোগই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে রংপুর রাইডার্সের অন্য রকম দিন