হাতে বিয়ার আর বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে তোলা মিচেল মার্শের ছবি নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সেই বিতর্কের জেরে ভারতের আলীগড়ে এবার প্রাথমিক অনুসন্ধানের দাবি (এফআইআর) জানিয়েছেন দেশটির এনজিও আরটিআই কর্মী কেশব পণ্ডিত। যষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে সাজঘরে তোলা ছবিটি প্যাট কামিন্সের ইনস্টাগ্রামে শেয়ার করতেই হৈচৈ পড়ে যায়।
বিশ্বকাপ ট্রফি কোনোভাবেই অস্ট্রেলিয়ার একার সম্পত্তি নয়, সে কারণেই বিষয়টি অসম্মানজনক উল্লেখ করে কেশব পণ্ডিত দ্রুত মিচেল মার্শের বিরুদ্ধে অভিযোগ এনে তার কঠোর শাস্তি দাবি করেন। শুধু তাই নয়, এই অজি ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও এফআরআইয়ের অনুলিপি পাঠিয়ে দেন। এ ধরনের অসম্মানজনক আচরণের কারণে ভারতের মাটিতে মার্শকে আর ক্রিকেট খেলার অনুমতি না দেওয়ার আবেদনও করেছেন আরটিআই কর্মী কেশব পণ্ডিত।
তবে মার্শের ছবি বিতর্কে শুক্রবার পর্যন্ত কোনো মন্তব্য করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া, প্যাট কামিন্স, মিচেল মার্শদের কেউই। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমকেই কেউ দাবি করছেন, বিশ্বের বড় তারকারা নাকি এমন ছবি আগে অনেক তুলেছেন। কিন্তু মার্শকাণ্ডের নিন্দা জানিয়ে ভারতীয় পেসার মোহাম্মদ শামি বলেন, ‘এই ট্রফি নিজেদের করে নেওয়ার জন্য সবাই মাঠে লড়াই করে, স্বপ্ন দেখে… আর সেই ট্রফির ওপর পা রেখে জয় উদযাপন করা খুবই দুঃখজনক।’