সাকিব আল হাসান, বাবর আজমদের মতো অভিজ্ঞতায় ভরপুর রংপুর রাইডার্স। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে দলটির নেতৃত্ব দেবেন কে, এ প্রশ্ন ঘুরছিল সবার মাঝে। অবশেষে জানা গেছে গত আসরের মতো এবারও দলটির নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান৷ গতকাল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলেও সব সময়ই নেতৃত্ব দিতে দেখা গেছে বাঁহাতি অলরাউন্ডারকে। তবে এবার অধিনায়কত্বের ভার নিতে চাননি তিনি। ইশতিয়াক সাদিকই জানালেন সেকথা, ‘স্বাভাবিকভাবেই আমরা সাকিবের কথা ভেবেছিলাম। কিন্তু সেই আমাদের জানিয়েছে অধিনায়কত্বের চাপ নিতে চায় না। সুতরাং আমরা নুরুল হাসান সোহানকে আমাদের অধিনায়ক ঘোষণা করছি।’ চোখের চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাওয়া সাকিবের ১৮ তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ১৯ তারিখ অনুশীলন করে প্রথম ম্যাচেই খেলার কথা রয়েছে তার৷ এছাড়া বাবর আজমকে দ্বিতীয় ম্যাচেই পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি, তবে থাকবেন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।