ওয়ার্ল্ড ফুটবল সামিটের (ডব্লিউএফএস) আজীবন সম্মাননা পুরস্কার পেলেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ক্রীড়াজগতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব ও অর্জনের জন্য ১১ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় ইউনূসকে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রফেসর ইউনূসকে দেওয়া সম্মাননায় উল্লেখ করা হয়েছে, ‘প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন অসাধারণ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি সামাজিক পরিবর্তন আনতে এবং কমিউনিটিকে আরও সমৃদ্ধ করতে তার পুরো জীবন উৎসর্গ করেছেন।’ বিশ্ব ফুটবল সম্মেলনে ইউনূসকে দেওয়া এই সম্মাননা খেলাধুলাকে আরও প্রসারিত করতে তার ভূমিকা রাখবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম ‘ওয়ার্ল্ড ফুটবল সামিট’। সংগঠনটির কাজ খেলাধুলার সুযোগ তৈরি করা ও ক্রীড়াঙ্গনে নতুন নতুন দিগন্ত সৃষ্টি করতে বিশ্ববিখ্যাতদের সম্মিলিত করা। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী ও অলিম্পিক লরেল পুরস্কার জেতেন ড. ইউনূস। ওয়ার্ল্ড ফুটবল সামিট তার এই অসাধারণ জীবনকালের বিভিন্ন কৃতিত্বকে সামনে তুলে ধরা হয়েছিল।