ভারত বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের বিশেষ কমিটি তৈরি করেছিল বিসিবি। একে একে খেলোয়াড়, কোচ ও নির্বাচকদের সঙ্গে বসেছিলেন তারা। এবার অধিনায়ক সাকিব আল হাসান ও দলের বাইরে থাকা তামিম ইকবালের সঙ্গে বসেছেন তারা।
আজ সোমবার সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে সাকিব ও তামিমের সঙ্গে বসেছিলেন তারা। বৈঠক শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ জানিয়েছেন, আলোচনা গতিশীল ছিল। দুজনের কাছ থেকে পরামর্শ নিয়েছেন তারা।
তিনি বলেন, ‘শুধু সাকিব-তামিম তা না, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট আমরা কীভাবে পরিচালনা করতে পারি, ওদের কাছে আমরা কিছু পরামর্শ চেয়েছি। তারাও দিয়েছে, আমরা অনেক কিছু শেয়ার করেছি তাদের সঙ্গে। তাদের সুবিধা-অসুবিধা সবকিছুই আলোচনা হয়েছে।’
আগামী বোর্ড সভায় সবকিছু তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওদেরকে আমরা (সিলেটে) পেয়েছি দুজনকে। সেজন্য সকালে এসে কথা বলে এখন আমরা চলে যাচ্ছি।