আগামী বছরের জুনে শুরু হবে কোপা আমেরিকা। ৪৮তম আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে হবে এবারের ম্যাচগুলো। ফাইনাল হবে লিওনেল মেসির ক্লাবের শহর মিয়ামিতে।
বৃহস্পতিবার কোপার ড্র। তার আগে সোমবার এই তথ্য জানিয়েছে টুর্নামেন্টের আয়োজকরা। এবারের কোপায় অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকা থেকে ছয়টি দেশ। কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এরই মধ্যে জানিয়েছে, আসরের উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। আর ১৪ জুলাই ফাইনাল হবে মেসির শহর ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।
সোমবার কনমেবল আরও জানায়, টেক্সাসের আর্লিংটনের বিখ্যাত এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো—অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক গ্রাউন্ড। টুর্নামেন্টের গ্রুপপর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই।
কনমেবল সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো দমনিগেজ বলেন, ‘ফুটবলের আবেগ এই দুর্দান্ত দেশের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, যা ভেন্যুতে উপস্থিত থাকা হাজার হাজার ভক্ত এবং বিশ্বজুড়ে লাখ লাখ দর্শকের জন্য উত্তেজনা ও রোমাঞ্চ নিয়ে আসবে।’