ম্যাচ শুরুর আগেই খাজা-আইসিসি যুদ্ধ

বিভিন্ন রঙের মিশিলে জুতোয় লেখা, ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এবং ‘প্রতিটি জীবনই সমান মূল্যবান’। অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার বার্তাটি ঘিরে এখন পার্থ টেস্টের আলোচনা। ম্যাচের চেয়ে বেশি ফোকাস খাজার দেওয়া বার্তায়। রাজনৈতিক দাবি করে এ ধরনের জুতা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। 

তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন খাজা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। সব মিলিয়ে মাঠের খেলা শুরুর আগেই আলোচনায় এখন খাজার বিশেষ বার্তা।

খাজার জুতোর ছবিটি তার অনুশীলনের সময়কার। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। মাঠের বাইরে খেলোয়াড়দের কোনো কর্মকাণ্ডে বাধা নেই আইসিসির। কিন্তু মাঠের ক্ষেত্রে প্রচণ্ড কড়াকড়ি আছে সংস্থাটির। ২০১৪ সালে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকেও তার ‘সেভ গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’ সম্মিলিত পোশাক পরে খেলতে দেয়নি আইসিসি। খাজার ক্ষেত্রেও একই অবস্থানে সংস্থাটি। তবে খাজা বলছেন ভিন্ন কথা। তার দাবি, এটা কোনো রাজনৈতিক বার্তা নয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অজি ওপেনার বলেছেন, ‘আমি আমার জুতায় যেটা লিখেছি, সেটা রাজনৈতিক নয়। আমি কোনো পক্ষ নিইনি। আমার কাছে প্রত্যেক মানুষের জীবন সমান। একজন ইহুদি, একজন মুসলিম, একজন হিন্দু ও অন্য ধর্মের, প্রত্যেকের জীবন আমার কাছে সমান।’

আইসিসির বার্তাকে সম্মানের সঙ্গে দেখছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আইসিসি আমাকে বলেছে, তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা পরতে পারব না। কারণ, এখানে রাজনৈতিক বিবৃতি আছে। আমি এমনটা বিশ্বাস করি না। এটা মানবিক আবেদন। তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সম্মান করি; কিন্তু আমি এর বিরুদ্ধে লড়াই করব। অনুমোদন নেওয়ার চেষ্টা করব। স্বাধীনতা মানবিক অধিকার।’

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

আইপিএল ড্রাফটে নাম উঠলো না মাহমুদউল্লাহের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top