ম্যাক্সি কী আসলেই ভিন গ্রহের!
৯১ রানে নেই ৭ ব্যাটার। উইকেটে বিশেষজ্ঞ ব্যাটার বলতে গ্লেন ম্যাক্সওয়েল। এখনো ২০১ রান পিছিয়ে অস্ট্রেলিয়া! কোটি মানুষের একজনও কি বিশ্বাস করেছিলেন এ ম্যাচ জিতবে পাঁচবারের চ্যাম্পিয়নরা? বিশ্বাস করুক আর নাই করুক, ম্যাক্সওয়েল বিশ্বাস করিয়েছেন। শুধু করিয়েছেন বললে ভুল হবে! ডাবল সেঞ্চুরিতে সব এলোমেলো করে দেন তিনি। একপাশে পুরোটা সময় সঙ্গ দেওয়া প্যাট কামিন্সের ভাষ্যমতে, …