যেভাবে সেমিতে খেলতে পারে পাকিস্তানও
৮ ম্যাচে সমান সংখ্যক জয়ে তিন দলের সমান পয়েন্ট সমান। ৮ পয়েন্ট নিয়ে রানরেটে উপরের দিকে কিউইরা, এরপর পাকিস্তান ও আফগানরা। এই মুহুর্তে পয়েন্ট টেবিলে ৪এ থাকা নিউজিল্যান্ডের রানরেট +০.৩৯, ৫ এ থাকা পাকিস্তানের রানরেট +০.০৩। আফগানিস্তানের চেয়েও এ দুই দলের সম্ভাবনা একটু বেশিই। অনেক অনিশ্চয়তার বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইল পর্যন্ত তিন দল। …