ফাইনাল রুখলেন ফিলিস্তিনভক্ত!
বেশ ঢালাওভাবে প্রচার করা হয়েছিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকবে অভাবনীয় ও নজিরবিহীন নিরাপত্তা। কিন্তু সেই প্রচারটি যে যথার্থ ছিল না, সেটা প্রমাণিত হতে বেশি দেরি লাগেনি। এক ফিলিস্তিনভক্ত কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সোজা ঢুকে পড়লেন ক্রিজে। তখন ম্যাচের ১৪তম ওভার চলছিল। ৩ উইকেট হারিয়ে ভারত খানিকটা চাপে ছিল। ফিলিস্তিন ভক্তটির জাতীয়তা জানা যায়নি। …