ডোনাল্ডের মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
টাইমড আউট হয়ে অ্যাঞ্জোলো ম্যাথুজ যখন রাগান্বিত হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন লঙ্কান ড্রেসিংরুমের সামনেই ছিলেন বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ক্ষুব্ধ ম্যাথুজকে তখন বেশ উত্তেজিত মনে হচ্ছিল। সেই সময় ডোনাল্ডও কিছু একটা বলেছিলেন। তবে দুজনের চোখমুখে এটি স্পষ্ট ছিল যে, কেউই টাইমড আউটের ব্যাপারটি ভালোভাবে নিতে পারেননি। ম্যাচের পর তো রীতিমতো বাংলাদেশের সমালোচনার সঙ্গে …