যে কারণে ব্রাজিলকে ‘না’ আলচেলত্তির

কথা ছিল মৌসুম শেষ করেই ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন কার্লো আনচেলত্তি। কিন্তু সব হিসেব-নিকেশ বদলে গেল চোখের পলকে। ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ ইস্যুতে প্রাক-চুক্তি করেও আবার রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতালিয়ান কোচ কী কারণে এভাবে সিদ্ধান্ত বদলে নিলেন, অবশেষে বিষয়টি নিজেই পরিষ্কার করলেন।

স্পেনের ক্লাবটির সঙ্গে চুক্তির পর সাংবাদিকদের তিনি কোচ বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি, এ কারণে রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ম্যানেজারের দায়িত্ব ছাড়াও আমি এ ক্লাবে থাকতে চাই।’

ব্রাজিলে না যাওয়া প্রসঙ্গে মুখ বর্ষীয়ান এই কোচ বলেন, ‘এটা ঠিক যে, ব্রাজিলের সঙ্গে আমার প্রাক-চুক্তি হয়েছিল। কিন্তু আমি সবসময় রিয়ালের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। সেটা পাওয়ার পর ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি এ ক্লাবের সবকিছু নিয়ে খুশি ছিলাম, এখনো আছি।’

খাজার প্রশংসা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মুখে

যে কারণে ফিরছেন না ম্যাকডরমট ও নিক লি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top