বিপিএলের দশম আসরে টিকিটের দাম বেড়েছে। তবে সাধারণ দর্শকরা চাইলে ২০০ টাকায় গ্যালারিতে বসে দেখতে পারবেন ম্যাচ। ১৯ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২৫০০ ও সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এক টিকিটেই দেখা যাবে দিনের দুইটি ম্যাচ। সোমবার টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।
বিপিএলে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সবচেয়ে বেশি ২৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০, ক্লাব হাউস ৮০০ টাকা, স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকায় পাওয়া যাবে।
ঢাকা পর্বের উদ্বোধনী রাউন্ডের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে বুধবার থেকে। এরপর সংগ্রহ করতে হবে মাঠের ১নং গেট থেকে। তবে সরাসরি কিনতে গেলে আজ থেকেই পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। প্রতিটি ম্যাচের একদিন আগ থেকেই মিলবে টিকিট।
স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল
টি-টুয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড