আকবর-জ্যোতিদের পুরস্কৃত করল বিওএ

এশিয়ান গেমসে বাংলাদেশের অর্জন বলতেই দুটি ব্রোঞ্জ। সেটাও আবার এসেছে ক্রিকেটার কল্যাণে। নারী ও পুরুষ ক্রিকেটের দুই বিভাগেই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, ব্রোঞ্জ জেতা দলের সদস্যদের পুরস্কৃত করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রিকেটারদের মাঝে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। নারী ও পুরুষ দলকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যদেরও পুরস্কৃত করেছে বিওএ। তাদের জন্য ২০ শতাংশ অর্থাৎ ৬ লাখ টাকা করে চেক হস্তান্ত করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্রোন্জ পদকজয়ী খেলোয়াড়দের মাঝে আর্থিক পুরস্কারের চেক প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

টেস্টে সেরা দশে তাইজুল

সিলেট স্ট্রাইকার্স বোলার হান্টে নির্বাচিত ১৩ ক্রিকেটার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top