ফুটবল সংশ্লিষ্ট সাংসদদের অভিনন্দন জানাল বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহসভাপতি কাজী নাবিল আহমেদ জাতীয় সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় ফুটবলের অভিভাবক সংস্থা।

খুলনা-৪ আসনে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। যশোর-৩ আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। এ ছাড়া ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত হন গেল সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, চট্টগ্রাম-১১ থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেড চেয়ারম্যান এম এ লতিফ এবং লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত হন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বাফুফে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের প্রতি অসামান্য ভালোবাসা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত ও গতিশীল রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন উল্লিখিত ব্যক্তিরা।

হঠাৎ টেস্ট ক্রিকেট ঘিরে ক্লাসেনের কঠিন সিদ্ধান্ত

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top