আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টিতে কে এই উগান্ডার ব্যাটার

২০২৩ সালে আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারদের জন্য মনোনয়ন পেয়েছেন উগান্ডার আল্পেস রামজানি। তার সঙ্গে আছেন ভারতের সূর্যকুমার যাদব, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। 

রামজানি ২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ৩০ ম্যাচে ৮ দশমিক ৯৮ গড়ে তিনি নিয়েছেন ৫৫টি উইকেট। প্রতি পাঁচ বলেই উইকেটের দেখা পান এই বাঁহাতি স্পিনার। বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ৪০ রানের ইনিংসটি। যার ফলে উগান্ডা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ে বাদ পড়লেও বছরটি ছিল ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা সিকান্দার রাজার। ১১ ইনিংসে ৫১ দশমিক ৫০ গড় ও ১৫০ দশমিক ২৪  স্ট্রাইক রেটে তিনি ৫১১ রান করেন। এর পাশাপাশি ১৪ দশমিক ৮৮ গড়ে ১৭ উইকেট নেন। এছাড়াও বিশ্বকাপের বাছাইপর্বে অসাধারণ খেলেছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। 

বছরসেরা ক্রিকেটারের লড়াইয়ে রামজানি ও সিকান্দার রাজার কঠিন প্রতিপক্ষ হতে পারেন ভারতের সূর্যকুমার। ২০২৩ সালটা দারুণ কেটেছে তার। ১৭ ইনিংসে ৪৮ দশমিক ২৮ গড়ে ও প্রায় ১৫৬ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭৩৩ রান। ওই বছরটিতে টি-টোয়েন্টিতে দুটি শতকের দেখাও পান সূর্য।

আইসিসির বর্ষসেরার দৌড়ে বাংলাদেশের মারুফা

অন্যরকম অভিষেকের সামনে  আম্পায়ার সৈকত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top