বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরেছিলেন তামিম ইকবাল। কিন্তু এক ফোন কল সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। দলের অন্যতম সেরা ওপেনার ছাড়াই বিশ্বকাপ খেলতে হয়েছিল বাংলাদেশের। ফলাফলও হয়েছে স্মরণকালের সবচেয়ে খারাপ। এত কিছুর পরও তামিমকে বিশ্বকাপের শেষ মুহূর্তে দলে নেওয়ার ভাবনা ছিল বিসিবির। যদিও সেটাতে রাজি হননি তামিম। এবার তামিমের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত জানতে চায় বিসিবি।
আজ রোববার তামিমের সঙ্গে বসতে যাচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে তামিমের পরিকল্পনা জানতে চান তিনি। একই সঙ্গে আলোচনায় থাকবে তামিমের টেস্ট ও ওয়ানডে ইস্যু।
নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে খেলছেন না তামিম। ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ড সফরে সাদা বলের সিরিজেও খেলবেন না তিনি। আগামী বিপিএলকে লক্ষ্য করে কাজ শুরু করার কথা তামিমের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর তামিমের ভাবনা এখন কী, সেটা পরিস্কার হতে চায় বোর্ড।