ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি

বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 

বিসিবি জানায়, বোর্ডের সিনিয়র পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটিতে কাজ করবেন বিসিবি পরিচালক মাহবুব আনাম ও সাবেক অধিনায়ক আকরাম খান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কমিটির মূল লক্ষ্য ভারতে হওয়া সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ দলের বা ব্যর্থতার কারণ খুঁজে বের করা। একই সঙ্গে তা দ্রুততম সময়ের মধ্যে ক্রিকেট বোর্ডে জমা দেওয়া।

এবারের বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ। সবশেষ পাঁচ বিশ্বকাপের মধ্যে এটিই সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে দল। একই সঙ্গে কোচিং স্টাফদের মধ্যেও মনোমালিন্যতার খবর বেরিয়ে এসেছে।

বাংলাদেশ ৩১০ রানে শেষ করল প্রথম ইনিংস

টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা তামিম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top