বিশ্বকাপ ব্যর্থতা: জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

বড় স্বপ্ন নিয়ে ভারত গেলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পুরো বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে টাইগাররা। দল নির্বাচন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত—সবকিছুর পোস্টমর্টেম করতে যাচ্ছে বিসিবি। সব সুযোগ সুবিধা নিশ্চিত করার পরও কেন এমন হলো—কারণ জানতে চায় বোর্ড। 

বিশ্বকাপে দলের ব্যর্থতার জায়গা খুঁজতে বৈঠক ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামীকাল দুপুরে সকল বোর্ড পরিচালককে বিসিবিতে আসতে বলা হয়েছে। বোর্ডে কোচ, নির্বাচকদেরও থাকার কথা শোনা গেছে। জানা গেছে, বিশ্বকাপ ব্যর্থতা ও উন্নতির পথ খুঁজতেই এমন সিদ্ধান্ত বোর্ডের।

বিসিবির বোর্ড সভায় আরও কিছু সিদ্ধান্ত আসবে৷ তামিম ইকবালের সরে যাওয়াতে দুই টুর্নামেন্টের জন্য ওয়ানডে অধিনায়কত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান। ৫০ ওভারের এ সংস্করণে নতুন করে দীর্ঘমেয়াদী অধিনায়ক খুঁজতে আলোচনা করবে বোর্ড। নাজমুল হোসেন শান্তর নাম শোনা গেলেও, অনেক পরিচালকই নাকি চান মেহেদী হাসান মিরাজে। এ ছাড়াও আলোচনায় থাকবে টুর্নামেন্টের ফাঁকে লিটন দাসের দুবার দেশে ফেরা ও একটি টেস্ট থেকে ছুটি চাওয়ার বিষয়টি।

আফগান নারী ক্রিকেটারদের আর্তি

সমালোচকদের একহাত নিলেন গাভাস্কার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top