দ্বিতীয়বারের মতো বিসিবির প্রধানের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান পাপন। চলতি মেয়াদ শেষ করেই অবসরে যেতে চান তিনি। ব্যক্তিগত জায়গা থেকে বিসিবি ছাড়তে চাইলেও এর পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন তিনি।
আজ গুলশানে নিজ বাসভবনে সংবাদিকদের আলাপকালে এমনটা বলেছেন তিনি। পাপন বলেছেন, ‘আমি আর বেশি দিন নেই। এরপর এক বছর আছে।’ তবে কী কারণে চলে যাচ্ছেন, সেটা না বললেও আগে কী কারণে সভাপতি হতে চাননি; সেটা পরিষ্কার করেছেন।
পাপন বিসিবি ছাড়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরে বলেছেন, ‘এবার আসলে আমি বোর্ড আসতে চাইনি, এটার পেছনে আমাকে অনেকই প্রশ্ন করেছেন কেন কেন! তখন আমি বলছিলাম একটা হলো আমার সময় নেই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। সো ওখানেই কিন্তু আমার ইন্ডিগেশনটা ছিল।’