নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোট কাটিয়ে উঠতে না পারায় এই সফরে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, রাকিবুল হাসান। তবে বাদ পড়েছেন নাসুম আহমেদ।
বিশ্বকাপে বল হাতে ভালো করতে পারেননি নাসুম। তবে তার বাদ পড়ার কারণ হতে পারে ভিন্ন। সম্প্রতি একটি গণমাধ্যমে চড়কাণ্ডের খবর বেরিয়ে এসেছে। সে খবরে নাসুমের মাথা কাটা ছবির ব্যবহার দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জেরেই বাদ পড়েছেন বাঁহাতি এই স্পিনার। গালে চড়ের খবর প্রকাশিত হলেও সেটা মিথ্যা ছিল বলে জানা গেছে। আর মিথ্যা তথ্য গণমাধ্যমে প্রচার হওয়ায় নাসুমকেই দায়ি মনে করছে বলে গুঞ্জন উঠেছে।
ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তানজিম হাসান।