বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে।বিপিএলের পরপরই শুরু হতে যাওয়া এই সিরিজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নতুন নির্বাচক প্যানেলের কাজ। দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বাদ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।
ওডিআই স্কোয়াড (১ম ও ২য় ওডিআইয়ের জন্য)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।