দুটি টেস্ট খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। বিশ্বকাপ শেষ করে ঢাকায় এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। তবে আপাতত সেটা আর হচ্ছে না। সেমিতে খেলায় অনুশীলন ম্যাচটি বাতিল করতে বিসিবিকে অনুরোধ করেছে তারা।
২৮ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ৬ ডিসেম্বর খেলবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হবে ঢাকায়। সব ঠিক থাকলে সিরিজে অংশ নিতে ২১ নভেম্বর তাদের ঢাকা আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
পূর্ব নির্ধারিত সূচিতে ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। মূলত কিউই ক্রিকেট বোর্ডের চাওয়াতেই সূচি থেকে প্রস্তুতি ম্যাচটি সরিয়ে দেয়া হয়েছে। বিসিবির একটি সূ্ত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে, তাদের ২১ নভেম্বর ঢাকায় এসে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সেটা এখন আর হচ্ছে না। ওদের বোর্ডের চাওয়াতে তা বাতিল করা হয়েছে।’ অবশ্য সিরিজে খেলা হচ্ছে না টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের। দলে ফিরতে পারেন কিপার ব্যাটার নুরুল হাসান সোহান।