টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বুধবার নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করবেন তিনি। এর আগে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি নয় উইকেটে জিতেছিল বাংলাদেশ।
একই মাঠে অনুষ্ঠিত হওয়া এই জয় অবশ্যই বাংলাদেশ টিমকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, গতকালই সেকথা বলেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাদা বলে নিউজিল্যান্ডে এটাই বাংলাদেশের যেকোনো সংস্করণে প্রথম জয়। আজও জয় দিয়েই শুরু করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।