তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল রাত ৩টার একটি ফ্লাইটে রওনা করবেন তারা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সফর। জোহানেসবার্গ পৌঁছে ৭ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। দুই সিরিজের আগে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।
৩ ডিসেম্বর বেনোনিতে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর, কিম্বারলিতে। এই সিরিজের পর আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর ম্যাচ ৩টি হবে ইস্ট লন্ডন, পচেফস্ট্রুম ও বেনোনিতে।