ব্যাট হাতে উজ্জ্বল সময় কাটাচ্ছেন আশিকুর রহমান শিবলী। প্রথম দুই ম্যাচে ফিফটির পর এবার সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ ওপেনার। তার দুর্দান্ত শতকে চড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের যুবারা। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে মাহফুজুর রহমান রাব্বির দল।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৯ রান তোলে শ্রীলঙ্কা। রান তাড়ায় ৪০.৫ ওভারেই ৬ উইকেট বাকি রেখে লক্ষ্য পেরিয়ে যান টাইগার যুবারা। ১১৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শিবলী। বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। জাপানকে ১০৭ রানে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
রান তাড়ায় প্রথম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ ওপেনার জিসান আলমকে ফেরায় শ্রীলঙ্কা। দুইয়ে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৭৪ রানের দারুণ এক জুটি হয় শিবলীর। তিনে আসা আরিফুল ইসলামের সঙ্গেও ৫৭ রানের জুটি হয় এ ওপেনারের। শেষ পর্যন্ত জয় তুলেই ফেরেন তিনি।