ব্যাট হাতে ৫৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় খেলেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেন রিশাদ হোসেন। বোলিংয়েও জয়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন তিনি। এতেই ২৪ রানের জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও বড় ভূমিকা রাখবে প্রস্তুতি ম্যাচ।
বিরূপ কন্ডিশন নিয়ে রিশাদ বলেছেন, ‘একটু ঠান্ডা কন্ডিশন, আমরা দু-তিন দিন ধরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে অনুশীলন ম্যাচের দিকে গিয়েছি। ম্যাচ যখন শুরু হলো, তখন আবহাওয়া বা ঠান্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করছি মানিয়ে নেওয়ার জন্য।’
নিজের ব্যাটিং নিয়ে তৃপ্তি রিশাদ, ‘অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি লম্বা সময় ধরে ব্যাটিং করার। চেষ্টা করছি উইকেটে থেকে রান করার।’ বল হাতেও তিন উইকেট নেওয়া এই লেগ স্পিনার বলেছেন, ‘ঠান্ডা কন্ডিশন, চেষ্টা করছি সব সময় নিজেকে গরম রাখার। যখন তখন বোলিং করতে হতে পারে, সেই চিন্তা মাথায় ছিল। সব কিছু নিয়ে মানসিকভাবে তৈরি ছিলাম।’