মঙ্গলবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। আজ বিশ্রামে সময় কেটেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের। তবে আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে অনুশীলন। সিলেটে যখন লাল বলের ক্রিকেটারদের ব্যস্ততা, তখন নিউজিল্যান্ড সফর সামনে রেখে ঢাকায় শুরু হচ্ছে ওয়ানডে দলের বিশেষ ক্যাম্প।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসের মাঝামাঝিতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। ওই সফর সামনে রেখেই সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে বিশেষ এই ক্যাম্প আয়োজন বিসিবির।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। লাল বলের বাইরে থাকা সব ক্রিকেটারকেই এই ক্যাম্পে রাখার পরিকল্পনা আছে বোর্ডের। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের আগ পর্যন্ত চলবে এই ক্যাম্প। পুরো ক্যাম্পের দায়িত্বে থাকবেন ক্রিকেট অপারেশন্সের কোচ সোহেল ইসলাম। তার অধীনেই চলবে এই ক্যাম্পের কার্যক্রম।
আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ২০ ও ২৩ ডিসেম্বর, নেলসন ও নেপিয়ারে। এরপর তিন দিনের বিরতি দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচটি হবে। বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে।