ইংল্যান্ডকে হারিয়েও চার দলে তৃতীয় বাংলাদেশ

চার দলের টুর্নামেন্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ। দারুণ জয়ের পরও বাংলাদেশ হয়েছে তৃতীয়। ইংল্যান্ডের করা ৩০৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক আহরার আমিন।

বড় লক্ষ্য তাড়ায় ৫৩রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মিডল অর্ডারে ৮১ রানে আরিফুল ইসলামও ক্রিজ ছাড়লে বিপদ কাটেনি বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত অধিনায়কের ১০৮ রান ও ৪৯ রানে রিজওয়ান অপরাজিত থেকে বাংলাদেশের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন। 

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম শতকের ইনিংস খেলতে আহরার। খেলেছেন ১০ চার ও ৩ ছক্কার ইনিংস। ৭০ বলে ৪ ছয় আর ৬ রানে ৮১ রানের ইনিংস খেলেন আরিফুল। 

টুর্নামেন্টের লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে হারলেও স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে আসরে ৭ ম্যাচে বাংলাদেশের জয় দুটি। প্রথমটি ছিল ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে। ফাইনালে সোমবার ভারত অ-১৯ ‘বি’ দলকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অ-১৯ ‘এ’ দল।

যে দুটি কারণে বিসিবি সভাপতি হতে চাননি পাপন

তিন ভেন্যুতে বিসিএল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top