চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। পয়েন্ট টেবিলের চার দলেরই সুযোগ ছিল সমান। তবে নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার বড় ব্যবধানের হার বাংলাদেশের জন্য ভাগ্য প্রদীপ হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে না জিতলেও লড়াই করতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবেন সাকিব আল হাসানরা।পয়েন্ট টেবিল বলছে বাংলাদেশ এখন অষ্টম দল। সাতে থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। স্বাভাবিকভাবে ইংল্যান্ডের যাওয়ার সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ভারত হওয়াতে বাংলাদেশ সুখবরই পাচ্ছে।শ্রীলঙ্কা ম্যাচ ইতিমধ্যে শেষ। প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ এ তাদের অবস্থান। সুতরাং স্বাভাবিকভাবেই এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে যাচ্ছে বাংলাদেশ, যদি না বড় কোনো অঘটন ঘটে। সেদিক থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিল লঙ্কানরা।