বাংলাদেশ ৩১০ রানে শেষ করল প্রথম ইনিংস

প্রথমদিনের শেষ করা ইনিংস দ্বিতীয় দিনে এসে আর বড় করতে পারলো না টাইগার বাহিনী। ৩১০ রানেই থামতে হলো শান্ত-জয় দের। দ্বিতীয় দিনের খেলা প্রথম বলে শরিফুলকে লেগ বিফোর এর ফাঁদে ফেলে আউট করেন ইশ সোদি।

এর আগে টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। তবে ১২ রানেই শেষ হয় জাকিরের ইনিংস। ইনিংসের সবচেয়ে বড় ইনিংসটা খেলেন জয়। তিনি ৮৬ রান করে সোদির বলে আউট হন। অবশ্য এর পর আর কোন ব্যাটার অর্ধশত করতে পারেন নি৷ অধিনায়ক শান্ত এবং মমিনুল হক উভয়েই খেলেছে ৩৭ রানের খেলা ইনিংস। অভিজ্ঞ মুশফিকুর রহিম করেছেন ১২ রান।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। এছাড়া কাইল জেমিসন ও ইজাজ প্যাটেল নিয়েছেন ২ টি করে উইকেট। টিম সাউদি এবং ইশ সোদি নিয়েছেন একটি করে উইকেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top