বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় দিনের খেলা চলছি। ৩৪তম ওভারের প্রথম করতে এসে মুখ থেকে লালা ব্যবহার করেন বসেন গ্লেন ফিলিপস। একবার নয়, দুবার করেছেন তিনি। টিভি ক্যামেরাতেও স্পষ্ট দেখা গেছে ওই ঘটনা। কিন্তু এ ঘটনায় মাঠের দুই আম্পায়ার কোনো ব্যবস্থা নিলেন না। তবে বিষয়টি পরবর্তীতে আম্পায়ারদের জানিয়েছে বাংলাদেশ। চতুর্থ আম্পায়ারকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে আসা দলের ম্যানেজার নাফিস ইকবাল। ক্রিকেটের আইনের ৪১.৩ ধারায় বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারীর পর যখন ক্রিকেট শুরু হয়েছে, তখন এই খেলার শর্তগুলোর মধ্যে লিখিতভাবে উল্লেখ করা হয়েছিল বলে লালা ব্যবহার করা যাবে না।’ ‘এমসিসির (ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা) গবেষণায় দেখা গেছে যে, বোলাররা যে পরিমাণ সুইং পান, সেটার ওপর লালার প্রভাব সামান্য বা কোনো প্রভাব নেই। খেলোয়াড়রা বল চকচকে করার জন্য যে ঘাম ব্যবহার করেন, সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নতুন আইন অনুসারে, বলের ওপর লালা ব্যবহারের অনুমতি আর নেই। ’