জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টির জন্য দল ঘোষনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে ছাড়া এই দলে রয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়াও প্রায় আঠারো মাস পরে আন্তর্জাতিক ম্যাচে ফিরতে চলছেন এক সময়ের বাংলাদেশ ক্রিকেট দলের ‘অটো চয়েজ’ মোহাম্মদ সাইফুদ্দিন।
উল্লেখ্য জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে পাচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পরে দুই ম্যাচের জন্য দল পরে ঘোষনা করা হবে । জিম্বাবুয়ে ক্রিকেট দল ইতোমধ্যে বাংলাদশে এসে পৌচেছে।
বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন